ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

মুরাদ এখন কানাডায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, ডিসেম্বর ১১, ২০২১
মুরাদ এখন কানাডায়

প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। জানা গেছে, তিনি বাংলাদেশ সময় শুক্রবার রাতে কানাডার টরন্টোতে পৌঁছেছেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। এদিন রাত সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন তিনি।

উল্লেখ্য, অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তুমুল সমালোচনা চলছে।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।