ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পল্টনে ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, ডিসেম্বর ৫, ২০২১
পল্টনে ইয়াবাসহ গ্রেফতার ২ ফাইল ছবি

ঢাকা: রাজধানীর পল্টন থানা এলাকায় ৩ হাজার পিস ইয়াবাসহ দু’জন বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

গোপন তথ্যের ভিত্তিতে রোববার (০৫ ডিসেম্বর) সকালে পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. এনাম উদ্দিন ও মো. হোসাইন আহমদ।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বাংলানিউজকে জানান, গ্রেফতার ওই দুই আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এসজেএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।