ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় গৃহবধূর মরদেহ

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, ডিসেম্বর ৩, ২০২১
পাথরঘাটায় গৃহবধূর মরদেহ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে জেসমিন সুলতানা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছ পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) ভোররাতে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বসত ঘরের বিছানা থেকে উদ্ধার করে।

জেসমিন সুলতানা ওই ওয়ার্ডের সুলতানা খানের মেয়ে। স্বামী আবুল বাশার খানের (৩২) বরগুনার গর্জনবুনিয়া এলাকায়।

জেসমিন সুলতানার মা মো. রেনু বেগম ও একাধিক প্রতিবেশীরা বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করতো। নির্যাতনের কারণে বাবার দেওয়া জমিতে ঘর তুলে দেওয়া হয়েছে। সেখানেই বসবাস করেছিলেন।

তারা আরও জানান, রাত আড়াইটার দিকে আবুল বাশার মোবাইলে শ্যালক রফিকুলকে তার বোন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জানায়। তাৎক্ষণিক বোনের বাড়িতে এসে বোন জেসমিন সুলতানার মরদেহ বিছানায় দেখতে পায়।

এরপর থেকে বাশার ও তার বোন জামাই মোস্তফাকে পাওয়া যায়নি। পরিবারের ধারণা, আবুল বাশার নিজেই তার স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।