রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় গভীর রাতে আগুন লেগে চারটি রিসোর্ট ও একটি বসতঘর পুড়ে গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বলেন, বুধবার (১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে আকাশ রিসোর্টের দ্বিতীয় তলা থেকে আগুনে সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসআই