ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, নভেম্বর ৩০, ২০২১
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ফাইল ছবি

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাইমুল হাসান নাইম (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী।

মঙ্গলবার (৩০ নভেম্বর) আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত জানান।

নিহত নাইম জেলা রাণীনগর উপজেলার আমিলপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।  

আহত শিক্ষার্থীর নাম আকাশ হোসেন (২০)।

ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার (২৯ নভেম্বর) দিনগত রাতে নাইমুল ও তার বন্ধু আকাশ মোটরসাইকেলযোগে আত্রাই থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নওগাঁ-আত্রাই সড়কের আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনের খোলাপাড়া এলাকায় এলে বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয় এবং গুরুতর আহন হন আকাশ। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়।  

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।