ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

পদ্মা নদীতে ডুবে ট্রলার শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, নভেম্বর ১২, ২০২১
পদ্মা নদীতে ডুবে ট্রলার শ্রমিকের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মানদীতে ডুবে মো. জমির হোসেন (৪৮) নামে এক ট্রলার শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার সিদ্দিক কাজী পাড়ার ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

জমির হোসেন গোয়ালন্দের কিয়ামউদ্দিন মোল্লা পাড়ার হাচেন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ভোর থেকে ওই স্থানে ঢালার চরের চুন্ন মাঝির ট্রলার (কাওসার পরিবহন) থেকে কয়েকজন শ্রমিক ভুসিমাল (কুড়া) নামানোর কাজ করছিলেন। ওই সময় জমির হোসেন বস্তা নামানোর জন্য ট্রলারে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর সকাল ৮টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবরি দল মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।