ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, নভেম্বর ৯, ২০২১
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৮) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মোহাম্মদ হেলাল (২৫)। সোমবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় আরিফার মায়ের ভাড়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত আরিফা বেগম ফকিরহাট উপজেলার ধনপোতা এলাকার মোঃ আরিফ আলি সেখের মেয়ে। নিজ স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ হেলাল খুলনা জেলার দিঘোলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা।

পাচ বছর পূর্বে ২০১৩ সালে প্রেমের সম্পর্কের ভিত্তিতে আরিফার সাথে মোহাম্মদ হেলালের বিয়ে হয়। তাদের সংসারে ১৩ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। সন্তান নিয়ে খুলনা শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনদিন আগে গেল শুক্রবার স্বামীর সাথে ঝগরা করে কোলের শিশুকে নিয়ে শয়ামবাগাত এলাকায় তার মায়ের ভাড়া বাসায় আসে হত্যার স্বীকার আরিফা বেগম।  রাতে ওই বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত মোহাম্মদ হেলাল।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ হেলাল পলাতক রয়েছে। হত্যার কারণ নির্ণয় ও অভিযুক্ত মোহাম্মদ হেলালকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।