ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, নভেম্বর ৮, ২০২১
সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মাহবুব (২৭) নামে এক শ্রমিক মারা গেছেন।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মাহবুব কুড়িগ্রাম জেলার আছর উদ্দিনের ছেলে। তিনি সুনামগঞ্জে কয়েক বছর ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।  

জানা যায়, সোমবার নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন মাহবুব। এ অবস্থায় মাহবুবকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।