ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে গণপ্রকৌশল দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, নভেম্বর ৮, ২০২১
খাগড়াছড়িতে গণপ্রকৌশল দিবস পালিত গণ প্রকৌশল দিবসের র‌্যালি। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে গণ প্রকৌশল দিবস পালিত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকালে কলাবাগান এলাকায় অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

 
সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় কলাবাগান এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় আইডিইবির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল জেলা শাখার সভাপতি মো. জামির হোসেন, সড়ক ও জনপথ, পৌরসভা, বিদুৎ বিভাগ, জেলা পরিষদ, উন্নয়ন বোড, এলজিইডি, পাবলিক হেলথের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ারিং ছাত্র/শিক্ষকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।