ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: প্রতিবাদে জামালপুরে মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, নভেম্বর ৮, ২০২১
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: প্রতিবাদে জামালপুরে মানববন্ধন 

জামালপুর: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জামালপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে জামালপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য দেন কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মজনু, আরটিভির জেলা প্রতিনিধি সুজিত রায়, বাংলাভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাবিব, দৈনিক সমকাল ও চ্যানেল২৪- এর জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান প্রমুখ।

এই ন্যক্কারজনক ঘটনার পরিকল্পনাকারী হিসেবে হুইপ সামশুল হক চৌধুরী, তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।