ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: জ‌ড়িত‌দের গ্রেফতা‌র দা‌বি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, নভেম্বর ৮, ২০২১
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: জ‌ড়িত‌দের গ্রেফতা‌র দা‌বি

বরিশাল: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যার প‌রিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুন‌সহ জ‌ড়িত‌দের দ্রুত গ্রেফতা‌রের দা‌বি‌তে ব‌রিশা‌লে মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হ‌য়ে‌ছে।

‌সোমবার (০৮ ন‌ভেম্বর) বেলা ১১টায় নগরীর সদর‌রোডস্থ অশ্বিনী কুমার হ‌লেন সাম‌নে সর্বস্ত‌রের জনগ‌ণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

নগরীর বি‌শিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হাওলাদা‌রের সভাপ‌তিত্বে মানববন্ধনে বক্তব্য দেন গাজী মঈন উদ্দিন, মো. নজরুল ইসলাম, সাংবা‌দিক মাহফুজ হো‌সেন ফুয়াদ, মো. রানা প্রমুখ।

ব্যবসায়ী কামরুল হাসানের সঞ্চালনায় কর্মসূচি‌তে বক্তারা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা প‌রিচালক ও শেখ রা‌সেল ক্রীড়া চ‌ক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর‌কে হত্যার প‌রিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুন‌সহ জ‌ড়িত‌দের দ্রুত গ্রেফতা‌রের দা‌বি জানান।

পাশাপাশি আনভীরের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

‌বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ন‌ভেম্বর ০৮, ২০২১
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।