ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, নভেম্বর ৮, ২০২১
মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে।  

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে শাহীন। এরা তিনজন ধলাপাড়া এস ইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাহারুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, ওই তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। পথে ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড়ে এসে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।