ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

ডুবে যাওয়া আমানত শাহ তোলা হতে পারে আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, নভেম্বর ৮, ২০২১
ডুবে যাওয়া আমানত শাহ তোলা হতে পারে আজ ডুবে যাওয়া আমানত শাহর উদ্ধার চলছে। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: ২৭ অক্টোবর পাটুরিয়া ঘাটের ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে নোঙর করার পর পণ্যবোঝাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ে ডান কাত হয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ।  

ডুবে যাওয়ার পরপরই বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ও দুই দিন পর রুস্তম নামে আরও একটি জাহাজ যোগ দিলেও ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে বেসরকারি একটি সংস্থার কাছে ফেরিটি তোলার কাজ দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।  

সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরিটি উত্তোলনের কাজ শুরু করেছে জেনুইন এন্টারপ্রাইজ। উদ্ধার কাজের বিআইডব্লিউটিএর প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি আরও বলেন, এরই মধ্যে জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল ডুবে থাকা ফেরির ভেতর দিয়ে দের ইঞ্চি ওয়ার পাস করিয়ে ৭ ইঞ্চি ওয়ার বেড় করেছে এবং এখন হুক লাগানোর কাজ চলছে। দুপুরের মধ্যে ফেরিটি উত্তোলনের কাজ শুরু হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।