ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

শাবিপ্রবির শিক্ষার্থী ইয়াকুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, নভেম্বর ৮, ২০২১
শাবিপ্রবির শিক্ষার্থী ইয়াকুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইয়াকুব আলী

শাবিপ্রবি, (সিলেট): জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থায় কর্মরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ইয়াকুব আলী মিলনের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।  

তিনি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান।

তিনি জানান, রোববার রাত ৯টার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুনামগঞ্জের বাঁধনপাড়া থেকে ইয়াকুব আলী মিলনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, কী কারণে? তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামে।  

এদিকে তার মৃত্যুতে গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবার সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।