ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

গরু চোরদের বাধা দেওয়ায় মালিককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, নভেম্বর ৭, ২০২১
গরু চোরদের বাধা দেওয়ায় মালিককে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামে গরু চোরদের বাধা দেওয়ায় গরুর মালিক সাজ্জাদ লস্করকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে।  

রোববার (৭ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করে শালিখা থানা পুলিশ।

সাজ্জাদ পুকুরিয়া গ্রামের সাহেব লস্করের ছেলে।

শনিবার (৬ নভেম্বর) রাত ৩টার দিকে পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই সায়েদ লস্কর বলেন, আনুমানিক রাত ৩টার দিকে ৬-৭জন লোক বাড়িতে ঢুকে গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে ড্রাম ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় সাজ্জাদ দেখতে পেয়ে জোরে চিৎকার দিয়ে দুইটি মোটরসাইকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে ট্রাকটি ধাওয়া করে। আসবা বরুই চারা এলাকায় বালুর সঙ্গে ধাক্কা লাগলে ট্রাকটি আটকে যায়। পরে সাজ্জাদ লস্করের সঙ্গে চোরদের হাতাহাতি হয়। একপর্যায়ে চোররা তাকে কুপিয়ে হত্যা করে গরুগুলো নিয়ে পায়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাজাদ পেশাায় একজন কৃষক। তিনি বিভিন্ন সময় ধান ও পাটসহ মহিষের গাড়ি চালিয়ে সংসার চালান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ ঘটনায় শালিখা থানার ওসি তারক বিশ্বাস বলেন, খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়ছে। এ ঘটনায় গরু চোরদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।