ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, নভেম্বর ৭, ২০২১
মৌলভীবাজারে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা কমলগঞ্জের আলোচিত নাজমুল হত্যার এজহারভুক্ত দুই আসামি বলে অপর একটি সূত্র উল্লেখ করেছে।

রোববার (৭ নভেম্বর) সকালে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, রোববার শ্রীমঙ্গল মাইজদিহি পাহাড়ি এলাকায় টহলকালীন সময়ে র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। তারপর র‍্যাবের পক্ষ থেকেও পালটা গুলি ছোঁড়া হয়। এসময় র‍্যাবের ৩ সদস্য আহত হন।

র‍্যাব জানায়, গোলাগুলি থামার পর ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। র‍্যাব তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি শ্রীমঙ্গল থানার ভেতরে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে বলে জানায় র‍্যাব।

এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক শ্রীমঙ্গল থানার এক উপ-পরিদর্শক জানান, ভোরে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প থেকে মরদেহ দুটি রেখে গেছে। এ বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০২১
বিবিবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।