ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

হরিণের মাংস ও মাথাসহ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, নভেম্বর ৭, ২০২১
হরিণের মাংস ও মাথাসহ শিকারি আটক

বাগেরহাট: সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে হরিণের মাংস ও মাথাসহ মো. ইস্রাফিল (৪০) নামে এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার একটি দল।  

রোববার (০৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার পাতাখালী এলাকা থেকে ইস্রাফিলকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস ও  একটি হরিণের মাথা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

আটক মো. ইস্রাফিল খুলনা জেলার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।  

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ইস্রাফিল দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও হরিণের মাংস বিক্রির সঙ্গে জড়িত। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ মাংস ও আটক ব্যক্তিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।