ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

পোশাক কারখানার কর্মকর্তা গুলিবিদ্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, নভেম্বর ৭, ২০২১
পোশাক কারখানার কর্মকর্তা গুলিবিদ্ধ 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বকুলতলা এলাকায় পোশাক কারখানার এক কর্মকর্তাকে গুলি করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে মাওনা-শ্রীপুর সড়কে বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

গুলিবিদ্ধ হলেন- নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫)। তিনি ওই এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শিকারপুর এলাকায়।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, কারখানা থেকে রাত ১১টার দিকে বাসায় ফেরার পথে বকুলতলা এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। এ সময় তার পেটে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর মাওনা এলাকায় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৯৫০, নভেম্বর ৭, ২০২১ 
আরএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।