ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

শীতলক্ষ্যায় নিখোঁজ চিস্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, নভেম্বর ৪, ২০২১
শীতলক্ষ্যায় নিখোঁজ চিস্তির মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া নোয়াপাড়া ঘাটে শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চিটতি ওরফে চিস্তির (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে চিস্তির মরদেহ উদ্ধার করা হয়।

বিকেল পর্যন্ত তল্লাশি চালালেও জাবেদার (৪০) খোঁজ পাওয়া যায়নি।

বুধবার (৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এতে বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ ছিলেন।

চিস্তি চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে। নিখোঁজ জাবেদা একই এলাকার তারা মিয়ার স্ত্রী।

চনপাড়া নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান, এখনো নদীর পাড়ে জাবেদার খোঁজে অপেক্ষা করছেন তার স্বজনরা। আজকের মত ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।