ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

বিএমইটিতে ‘বঙ্গবন্ধু ওয়াল অব ফেইম’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, নভেম্বর ৪, ২০২১
বিএমইটিতে ‘বঙ্গবন্ধু ওয়াল অব ফেইম’

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ‘বঙ্গবন্ধু ওয়াল অব ফেইম’ তৈরি করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
 
বৃহস্পতিবার (৪ নভেম্বর) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে বঙ্গবন্ধু ওয়াল অব ফেইম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এরপর মন্ত্রী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রদত্ত ওয়ানস্টপ পদ্ধতিতে সরাসরি ২১টি দেশে ইমিগ্রেশন সেবা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেছেন।  

অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধু ওয়াল অব ফেইমের ওয়ালে শ্রম অভিবাসনের অঙ্গীকারকে বাস্তবায়নের লক্ষ্যে ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা- অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ নামক স্লোগানটি সন্নিবেশের করা হয়েছে।  

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
জিসিজি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।