ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

ঢাবি ক্যাম্পাসে ভারী যান নিয়ন্ত্রণ করছে কর্তৃপক্ষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, নভেম্বর ৪, ২০২১
ঢাবি ক্যাম্পাসে ভারী যান নিয়ন্ত্রণ করছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যান নিয়ন্ত্রণের জন্য অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ও রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ।

অভিযান চলাকালে নয়টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। বেশ কয়েকজন চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাস খোলার পর ভারী যানবাহনের সংখ্যা অনেক বেড়ে যায়। এর ফলে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগেন। যানবাহন নিয়ন্ত্রণে ডিএমপি কমিশনার বরাবর আমরা একটা লিখিত চিঠি দিয়েছি। এরপরই আজ আমরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।