ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০০, নভেম্বর ৩, ২০২১
টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র আর নেই

গোপালগ‌ঞ্জ: গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপ‌জেলা আওয়ামী লীগের সহ সভাপ‌তি মুক্তিযোদ্ধা শেখ আহম্মেদ হোসেন মির্জা (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি...রা‌জিউন)।  

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মি‌নি‌টে ঢাকা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান মে‌ডি‌ক্যাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে চি‌কিৎসাধীন অবস্থায় ‌তি‌নি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি বেশ কিছু দিন ধ‌রে বিভিন্ন রো‌গে ভুগ‌ছি‌লেন। মৃত্যুকা‌লে তি‌নি স্ত্রী, এক‌ ছে‌লে, রাজ‌নৈ‌তিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যু‌তে উপ‌জেলা আওয়ামী লীগ ও সহ‌যো‌গী সংগঠন, টু‌ঙ্গিপাড়া পৌরমেয়রসহ বি‌ভিন্ন সংগঠন থে‌কে শোক জানা‌নো হ‌য়ে‌ছে।

টুঙ্গিপাড়া পৌরমেয়র শেখ তোজা‌ম্মেল হক টুটুল জা‌নি‌য়ে‌ছেন, বুধবার (৩ নভেম্বর) বাদ যোহর টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমা‌ধিসৌধ কম‌প্লেক্স মস‌জি‌দে মরহু‌মের জানাজার নামাজ শে‌ষে পা‌রিবা‌রিক গোরস্থানে দাফন করা হ‌বে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।