ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

বিএমপির দুই থানার ওসি পদে রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, নভেম্বর ২, ২০২১
বিএমপির দুই থানার ওসি পদে রদবদল ...

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে।

সোমবার (০১ নভেম্বর) মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই আদেশে কাউনিয়া থানার ওসি মোহাম্মদ আজিমুল করিমকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড ডাটা শাখার ইনচার্জ এইচ এম আব্দুর রহমান মুকুলকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

বদলির ওই আদেশে অবিলম্বে কার্যকর করার জন্য বলা হয়েছে। তবে বদলিকৃত ইউনিট কোনো নির্বাচনের আওতাভুক্ত হলে এ বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনী বিধিমালা অনুযায়ী কার্যকর হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।