ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

নীলফামারী-বাংলাবান্ধা বাস চলবে ৮ নভেম্বর থেকে

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, নভেম্বর ১, ২০২১
নীলফামারী-বাংলাবান্ধা বাস চলবে ৮ নভেম্বর থেকে রংপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলা বাস মালিকদের বৈঠক

নীলফামারী: আগামী ৮ নভেম্বর থেকে বাসযোগে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর যেতে পারবেন নীলফামারীর যাত্রীরা।  

সোমবার (১ নভেম্বর) বিকেলে নীলফামারী সড়ক পরিবহণ মালিক গ্রুপ কার্যালয়ে রংপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার বাস মালিক নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি ও কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী।   এ সময় জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, পঞ্চগড় জেলা বাস মিনি বাস-কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রংপুর জেলা মটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন ও নীলফামারী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বলেন এই রুটে বাস চলাচলের দাবি দীর্ঘদিনের। ভারত যাওয়ার উদ্দেশ্যে স্থলবন্ধরে আসা যাওয়া যাত্রী এবং পর্যটকদের কথা মাথায় রেখে এ রুটে আমরা বাস চলাচল শুরু করছি।

রংপুর জেলা মটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান বলেন, রংপুর বাসটার্মিনাল থেকে বাংলাবান্ধার উদ্দেশে প্রতিদিন ২০মিনিট পরপর মোট ২০টি বাস চলাচল করবে। রংপুর থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭০টাকা।
রংপুরের তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ দিয়ে জলঢাকার টেঙ্গনমারী হয়ে নীলফামারী জেলা শহর হয়ে নীলসাগর সড়কে দেবীগঞ্জ-পঞ্চগড় হয়ে বাংলাবান্ধা যাবে বাসগুলো।

নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী জানান, আগামী ৮ নভেম্বর থেকে এই পথে যাত্রা শুরু করবে যাত্রীবাহী বাস। এই রুটে চলাচলকারী বাসসার্ভিসের নাম রেখেছি ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’।

তিনি বলেন, এখন অনেক মানুষ বাংলাবান্ধা যায়  বিশেষ করে ভারতগামী এবং ভ্রমণ পিপাসুরা সেখানে যাচ্ছেন। যাত্রীদের কথা বিবেচনা করে আমরা এ রুটে বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি। নীলফামারীর আনন্দ বাবুর পুল থেকে বাংলাবান্ধার ভাড়া হবে ৯০টাকা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০১,২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।