ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, নভেম্বর ১, ২০২১
রূপগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় গাফফার মিয়া (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (০১ নভেম্বর) বিকেলে ভুলতা হাইওয়ের ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সালাউদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানান।

 

নিহত গফফার একই উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা।

পরিদর্শক সালাউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কালাদী গ্রিন ইউনিভার্সিটির সামনে রাস্তা পার হচ্ছিলেন গফফার মিয়া। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৬৯৩৩) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গফফারের মৃত্যু হয়। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশে হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।