ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

বাজিতপুরে আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, নভেম্বর ১, ২০২১
বাজিতপুরে আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ১ আটক আজম খান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ আজম খান পাবেল (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (০১ নভেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

আটক পাবেল ওই উপজেলার দিলালপুর ইউনিয়নের বাগপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (৩১ অক্টোবর) দিনগত রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে পাবেলকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি মোবাইলফোন জব্দ করা হয়। দিনে-দুপুরে অস্ত্র নিয়ে প্রভাব বিস্তারসহ সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে হয়রানি করতেন বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন পাবেল। তার নামে অস্ত্র আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এসআএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।