ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

‘বেকারত্বের হার কমাতে সরকার বদ্ধপরিকর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, নভেম্বর ১, ২০২১
‘বেকারত্বের হার কমাতে সরকার বদ্ধপরিকর’ বেকারত্বের হার কমাতে সরকার বদ্ধপরিকর: দীপংকর তালুকদার

রাঙামাটি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, দেশে বেকারত্বের হার কমাতে সরকার বদ্ধপরিকর।

সোমবার (১নভেম্বর) সকালে রাঙামাটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে যুব দিবসের  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যম বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ শেষে তাদের সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করে দিচ্ছেন। এতে দেশের বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক মো. মামুন, জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, ইলিপন চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ের উপর  প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ বিতরণ এবং প্রশিক্ষিতদের আত্মকর্মসংস্থানের জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা যুব ঋণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।