ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

শৈলকুপায় ৫ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, অক্টোবর ৩১, ২০২১
শৈলকুপায় ৫ ফার্মেসিকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরে পাঁচটি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এ আদালত পরিচালনা করেন।

এ সময় শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন খান, শৈলকুপা থানার সাব ইন্সপেক্টর গিয়াস উদ্দীনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা জানান, মেয়াদোওীর্ণ ওষুধ রাখার দায়ে শৈলকুপা শহরের শাহিন ফার্মেসি, তাসলিমা ফার্মেসি, রুসাত ফার্মেসি, রাহেলা ফার্মেসি ও সাহা মেডিক্যালকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।