ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

পরিবার বিয়ে মেনে না নেয়ায় তরুণীর আত্মহত্যা!

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, অক্টোবর ৩১, ২০২১
পরিবার বিয়ে মেনে না নেয়ায় তরুণীর আত্মহত্যা! প্রতীকী ছবি

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে প্রেম করে নিজের ইচ্ছায় বিয়ে করার  এক বছর পরও পরিবার সেই সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা করেছেন ফারজানা আক্তার মীম (১৮) নামে এক তরুণী।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে ধামরাইয়ের কুমড়াইল এলাকা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফারজানা আক্তার মীম গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের রসুলপুর ইউনিয়নের চক নারায়ণপুর গ্রামের মেয়ে এবং একই গ্রামের রমজান আলীর স্ত্রী। তারা ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, এক বছর আগে ভালোবেসে প্রেমিককে বিয়ে করে ধামরাইয়ে পালিয়ে এসেছিলেন ওই তরুণী। এরপর থেকে মায়ের সঙ্গে কথা হলেও বাবা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। আজ সকালে স্বামী কর্মক্ষেত্রে চলে যাওয়ার পর মায়ের সঙ্গে কথা হয় ওই তরুণীর। এরপরই দরজা বন্ধ করে দেন তিনি। বিকেলের দিকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় স্বামীকে খবর দিয়ে আনার পর দরজা খুলে তরুণীকে পড়ে থাকতে দেখেন সবাই। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।