ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ডিমলায় সীমানা পিলার নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, অক্টোবর ৩১, ২০২১
ডিমলায় সীমানা পিলার নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা

নীলফামারী: নীলফামারীর ডিমলায় ভারত ও বাংলাদেশের ডিমলা উপজেলার চরখড়িবাড়ী ও কিসামত ছাতনাই এলাকার সীমানা পিলার নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন।

সরজমিন পরিদর্শন শেষে মহাপরিচালক জানান, আগামী ১৭ নভেম্বর ২০২১ তারিখ থেকে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে সীমানা পিলার নির্ধারণের কাজ শুরু করা হবে।

এ সময় উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রহমান, ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদিন, রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মো. আজমল হোসেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, পুর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।