ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মহাসড়কে গ্যাস লাইন ফেটে ১৪ দোকানে আগুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, অক্টোবর ৩১, ২০২১
মহাসড়কে গ্যাস লাইন ফেটে ১৪ দোকানে আগুন  গ্যাস লাইন ফেটে আগুন।

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেকারি, সেলুন, হার্ডওয়্যার ও মুদিসহ ১৪টি দোকান সম্পূর্ণ ও আংশিক ভস্মীভূত হয়েছে।

এ ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।  

রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে গ্যাস লাইনের পাইপ ফেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
কুমিল্লা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিভাতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশের দোকানগুলোয় আগুন লাগায় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টার সময় যানজট নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়ায় আরও পাঁচটি ইউনিট যোগ দেওয়ার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছি।  

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, অগ্নিকাণ্ডের কারণে ফায়ার সার্ভিসের গাড়ির পানি সরবরাহের সুবিধার্থে কিছুক্ষণ মহাসড়ক বন্ধ রাখতে হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।