ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, অক্টোবর ৩১, ২০২১
অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানি

বরগুনা: বরগুনায় অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে নুর মোহাম্মদ (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।  

শনিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়াভ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নুর মোহাম্মদ লতাবাড়িয়া গ্রামের মাদরাসা পড়ুয়া চার শিশুকে মাদরাসায় আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করতেন। তিনি নানা কৌশলে ওই শিশুদের প্রায়ই প্রলুব্ধ করতে চেষ্টা করতেন। গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুদের ডেকে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানি করলে শিশুরা দৌঁড়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানানোর পর শনিবার দুপুরে তারা বরগুনার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন।  

অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মেহেদী হাসান জানান, অশ্লীল ভিডিও দেখিয়ে চার শিশুকে যৌন হয়রানির অভিযোগে নুর মোহাম্মদ নামে একজনকে আটক করা হয়।  জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বরগুনা থানায় একজন অভিবাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেছে। রোববার আদালতের মাধ্যমে অভিযুক্ত নুর মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।