ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

বোয়ালমারীতে গাঁজাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, অক্টোবর ৩১, ২০২১
বোয়ালমারীতে গাঁজাসহ বিক্রেতা আটক আটক ব্যক্তি।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখির গ্রাম থেকে ২শ' গ্রাম গাঁজাসহ আশরাফ সরদার নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।  

রোববার (৩১ অক্টোবর) দুপুরে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

এ ঘটনায় এসআই হাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। মামলা নম্বর-১৪।  

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বাইখির গ্রাম থেকে আশরাফ সরদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আশরাফ সরদার উপজেলার বাইখির গ্রামের বাসিন্দা।  

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, রোববার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।