ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ট্রলারে বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, অক্টোবর ৩১, ২০২১
ট্রলারে বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ার অলিপাড়া ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের অলিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

আহতদের আটজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে পাঁচ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকার সৈয়দ আহম্মদের ছেলে মো. জিসাত (২৪), দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলি ফকির ডেইল এলাকার আবুল কালামের ছেলে মো. মিনহাজ (১৭), দক্ষিণ ধুরুং ইউনিয়নের বৈদ্যার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে মো. রাকিব (২০), মো. সাইফুল (৪৮), মো. মামুন (২০) পাঁচ জনের নাম পাওয়া গেছে।  

উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হালিম জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে স্থানীয় আনসার মিস্ত্রির মালিকানাধীন ফিশিং বোটটি সাগর থেকে এসে শনিবার বিকালের দিকে অলিপাড়া ঘাটে এসে ভিড়ে। রাত পৌনে ১১টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১১ জেলে দগ্ধ হয়েছেন। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।