ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, অক্টোবর ৩০, ২০২১
মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বরিশাল: বরিশালের মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আহাদুল ঢালী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

এ সময় আরও দুই জন আহত হয়েছে।

আহাদুল ওই উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মো. সবুজ ঢালীর ছেলে।

আহাদুলের স্বজনরা জানান, সকালে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিদ্যুতের লাইন বন্ধ করে চরলক্ষ্মীপুর এলাকায় গাছের ডাল কাটেন। ডাল কাটা শেষে দুপুরের দিকে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। তবে বেইলি ব্রিজ এলাকায় তার ছিঁড়ে পড়ার ঘটনা ঘটে যা কেউ বুঝতে পারেনি। এসময় আহাদুল বাড়ির পাশে খেলতে গিয়ে সেই তারে স্পৃষ্ট হন।

তারা আরও জানান, এসময় তাকে বাঁচাতে গিয়ে আহাদুলের দাদি ও এক প্রতিবেশী নারী আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আহাদুলের মৃত্যু হয়।

মুলাদী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আনন্দ কুমার জানান, বিদ্যুৎস্পৃষ্টের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া তার ছেঁড়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।