ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

২ আনসার সদস্যকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, অক্টোবর ৩০, ২০২১
২ আনসার সদস্যকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

নোয়াখালী: নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাসপাতালে দায়িত্বরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতকারী মাহফুজুর রহমান খানকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র‌্যাব-১১) সদস্যরা।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মাহফুজুর রহমান খান নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের কুদ্দুছ খানের ছেলে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিসিপি-২ কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন  এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যদকে ছুরিকাঘাতকারীকে র্যাব-১১ এর সিসিপি-২ ও ৩ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার কথা স্বীকার করেছে। আসামিকে সুধারাম মডেল থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।  

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০,২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।