ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

পুকুরে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, অক্টোবর ৩০, ২০২১
পুকুরে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু

নওগাঁ: পুকুরে গোসল করতে নেমে নওগাঁ শহরের আরজি নওগাঁ এলাকার নামা শিকারপুরে ৪ শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ফরহদ, সুরাইয়া, আশা ও খাদিজা। এদের মধ্যে ফরহাদ ও সুরাইয়া আপন ভাই বোন।  

ফরহাদ সুরাইয়ার বাবা টিপু মন্ডল বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় সমবয়সী ৬ শিশু। গোসলের এক পর্যায়ে গভীর পানিতে ডুবে যায় ফরহদ, সুরাইয়া, আশা, খাদিজা। প্রাণে বেঁচে যায় ময়না ও ফরিয়াদ। ওই দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের কথামতো পুকুরে নেমে বাকি শিশুদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে একে একে অচেতন অবস্থায় উদ্ধার হয় চার শিশুকে। দ্রুত তাদের নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।  

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চার শিশুর মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যার পর তাদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে।  

এদিকে এমন হৃদয়বিদারক ঘটনায় পরিবারগুলোতে শোকের মাতম চলছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১ আপডেট: ১৭০০ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।