ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ফেরি ডুবি: ক্ষতিগ্রস্ত চালক ও মালিকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, অক্টোবর ৩০, ২০২১
ফেরি ডুবি: ক্ষতিগ্রস্ত চালক ও মালিকদের মানববন্ধন ফেরি ডুবি: ক্ষতিগ্রস্ত চালক ও মালিকদের মানববন্ধন

মানিকগঞ্জ: পাটুরিয়ায় ফেরি ডুবিতে ১৭টি ট্রাক ডুবে যাওয়ার ঘটনায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত চালক ও মালিকরা।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বার পন্টুনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ক্ষতি পূরণের দাবি জানান।

মাগুরার কভার্ড ভ্যান মালিক হারুন বলেন, আমার দুইটি গাড়ি পানিতে তলায়ে গেছে। আমার যা ছিল সব বেইচা দুইটা গাড়ি কিনছি। এর মধ্যে ১২ লক্ষ টাকা ঋণ করা। পানির নিচে জানিনা গাড়ি কি অবস্থায় আছে, পাওয়া গেলেও তো কত টাকা সারাইতে লাগবো। কেমনে গাড়ি সারুম? কেমনে কিস্তি দিমু? কেমনে সংসার চালামু?

তিনি বলেন, আমি আর আমার স্ত্রী দু’জনে পোশাক কারখানায় কাজ করতাম। কিছু টাকা সঞ্চয় করেছিলাম, এরপর এনজিও থেকে ঋণ করে দুইটি কাভার্ড ভ্যান কিনছি। মাত্র দুই সপ্তাহ আগে ১ লাখ ৪০ হাজার টাকা খরচ করে ইঞ্জিনের কাজ করাইছি। যানবাহন মেরামতের জন্য যদি কর্তৃপক্ষ কিছু আর্থিক সাহায্য করতো আমরা এ যাত্রায় বাঁইচা যাইতাম।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভুক্তভোগী ট্রাকচালক আরিফ বলেন, গতকাল সন্ধ্যায় আমার ট্রাকটি পাওয়া গেছে। কখন ট্রাক বুঝিয়ে দিবে জানিনা। কত জনকে জিজ্ঞেস করলাম কেউ বলতে পারে না। কাল থেকে ঘাটে পড়ে আছি, কেউ খোঁজ খবর নেয় না।

পটুয়াখালীর ট্রাক মালিক সোয়েব বলেন, কিস্তির টাকায় গাড়ি কিনছি, আমার গাড়িটার অনেক ক্ষতি হয়েছে। সারতে না হইলেও চার থেকে পাঁচ লাখ টাকা লাগবো। এই গাড়িটার উপরে আমার সংসার চলত। অন্য কোথাও থেকে আমার দুইটা টাকা আসে না। কর্তৃপক্ষ আমাদের একটু আর্থিক সাহায্য করলে আমরা কিছুটা হলেও বাঁচতাম।

বিআইডব্লিউটিএ’র আরিচা শাখার ডিজিএম জিল্লুর রহমান বলেন, আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কিছু জানায়নি। যানবাহনের বীমা করা থাকলে তারা সেভাবে সুযোগ-সুবিধা পাবে। এ বিষয়ে আমি আর কিছু জানিনা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৩০,  ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।