ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

প্রবাসীর কাছে চাঁদা চেয়েছেন সাবেক কাউন্সিলর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, অক্টোবর ৩০, ২০২১
প্রবাসীর কাছে চাঁদা চেয়েছেন সাবেক কাউন্সিলর

পাথরঘাটা (বরগুনা): বসতঘর তুলতে পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন এক প্রবাসী।  

শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা প্রেসকাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মালয়েশিয়া প্রবাসী শাহনাজ পারভীন।

তবে জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করলেও চাঁদার অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন মুনিরা ইয়াসমিন খুশি।

শাহনাজ পারভীন লিখিত অভিযোগে জানান, স্বামী-স্ত্রী দুইজনই মালয়েশিয়া থাকেন। পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একখণ্ড জমি ক্রয় করে সেখানে বসতঘর তৈরির কাজ শুরু করে। মুনিরা ইয়াসমিন খুশি তাদের প্রতিবেশী হওয়ায় তার সীমানা প্রাচীর নিয়ে বাধা দেন এবং ১ লাখ ৬০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহনাজকে নিয়ে বিভিন্ন মানহানিকর কথা বলেন। এমনকি কাজের শ্রমিকদেরও মারধর করার অভিযোগ করেন খুশির বিরুদ্ধে।  

সংবাদ সম্মেলনে মুনিরা ইয়াসমিন খুশির ছোট ভাই সোহেল পহলান ও দুলা ভাই কালাম খানও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কোনো নিয়ম না মেনেই আমার জমির মধ্যে সীমানা প্রাচীর দেওয়ায় আমি প্রতিবাদ করেছি মাত্র। কিন্তু কোন টাকা দাবি করিনি এটি সম্পূর্ণ মিথ্যা।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।