ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, অক্টোবর ২৯, ২০২১
তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তি অপব্যবহার রোধ করতে হবে। সবকিছুর ভাল-মন্দ দুটি দিক থাকে।

মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা হয় না। ওষুধ খেয়ে সারাতে হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির অপব্যবহার রোধে পারিবারিক, সামাজিক, শিক্ষাব্যবস্থা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের নতুন প্রজন্ম যেন তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহার করে। এগুলোর যেন অপব্যবহার না হয়। এজন্য জ্ঞানের সঙ্গে সঙ্গে মূল্যবোধেরও শিক্ষা দিতে হবে।

দীপু মনি বলেন, আমাদের নতুন শিক্ষা কারিকুলাম তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের যদি মানবিকতা, সততা ও সহিষ্ণুতা না শেখানো হয়, তারা যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে না। আমরা অনেক সময় চিন্তা ছাড়া অনেক কিছু লিখে ফেলি। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে চিন্তা করতে শিখবে। তারপর এই ডিজিটাল ওয়ার্ল্ডে কথাবার্তা বলবে ও শেয়ার করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সাবেক মন্ত্রী শাহজাহান কামাল এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, সৈয়দা রুবিনা আক্তার মীরা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেন আক্তার প্রমুখ।

আরও পড়ুন: অসম্প্রদায়িক-গণতান্ত্রিক দেশ গড়তে যুদ্ধ করেছিলাম

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।