ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, অক্টোবর ২৯, ২০২১
গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ গ্রেফতার ৩ গ্রেফতাররা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহবধূ সাদিয়া আফরোজ আশা (২১) হত্যা মামলায় তার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।  

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয় তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের কেসি ফরিদপুর গ্রামের মাহমুদ আকন্দ (৪৫) তার স্ত্রী রোকেয়া খাতুন (৪০) ও ছেলে আব্দুল বারী আকন্দ (২২)।  

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মি. জন রানা।  

তিনি জানান, যৌতুক দিতে না পারায় ২০২০ সালের ২৭ নভেম্বর সাদিয়া আফরোজ আশাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই ওই মামলার আসামি গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।