ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বাজারে ইলিশের দাম চড়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, অক্টোবর ২৯, ২০২১
বাজারে ইলিশের দাম চড়া 

ঢাকা: অপেক্ষার পর, ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ২৬ অক্টোবর থেকে নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। বাজারে ইলিশ বিক্রি হতে শুরু হয়েছে।

তবে বাজারে ইলিশের দাম চওড়া। ক্রেতারা বলছেন, বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

১১ নম্বর বাজারে ইলিশ মাছ বিক্রেতা শামিম মৃধা বাংলানিউজকে বলেন, নিষেধাজ্ঞা শেষে ২৭ অক্টোবর থেকে বাজারে ইলিশ মাছ উঠতে শুরু করে। দেড় কেজি ওজনের ইলিশ মাছের কেজি ১২শ' টাকায় বিক্রি করছি। এছাড়া ছোট ইলিশ মাছের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছি। বাজারে ইলিশ মাছের বিক্রি খুবই কম হচ্ছে।

কালশী বাজারে ইলিশ মাছ বিক্রেতা মো. জুম্মান বলেন, ইলিশ মাছের বিক্রি অনেক কম। এক কেজি ৪'শ-৩'শ গ্রামের ইলিশ বিক্রি করছি হাজার টাকায়। ৯'শ গ্রামের ইলিশ বিক্রি করছি ৯ শত টাকায়। এছাড়া ছোট ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৬'শ থেকে ৭'শ টাকা।

মাছ কিনতে এসে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মিল্টন মৃধা বাংলানিউজকে বলেন, বাজারে ইলিশের দাম অনেক বেশি। ভেবেছিলাম ছুটির দিনে বড় একটা ইলিশ মাছ কিনে সবাই মিলে খাবো। কিন্তু যে দাম দেখছি মনে হয় ফার্মের মুরগি কিনেই ফিরতে হবে।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ২৯,২০২১ 
এমএমআই/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।