ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করলো নানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, অক্টোবর ২৩, ২০২১
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করলো নানা অভিযুক্ত মোশারফ মিয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামিয়া (৯) নামে চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া পাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে  অভিযুক্ত মোশারফ মিয়া (৪৫) সম্পর্কে নিহতের নানা হন। সে সূত্রে বিভিন্ন সময় নিহতের বাড়িতে যাতায়াত ছিল তার। গত শুক্রবার (২২ অক্টোবর) ভোর ৬টার দিকে তাকে নাস্তা খাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মোশারফ। পরে দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করা হয়। এ সময় মোশাররফের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে ওই দিন রাতে মোশারফকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করা হয়।

পুলিশের রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোশারফ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে মোশাররফ।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এরপর মোশাররফের দেওয়া তথ্যে শনিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার জাঙ্গীর কবরস্থান এলাকার আনন্দ হাউজিংয়ের বালির মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।