ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে জাতীয় পার্টির উপজেলা দিবসে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, অক্টোবর ২৩, ২০২১
বরিশালে জাতীয় পার্টির উপজেলা দিবসে শোভাযাত্রা বরিশালে জাতীয় পার্টির উপজেলা দিবসে শোভাযাত্রা

বরিশাল: জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রদায়িক হামলা আর তথ্য প্রতিমন্ত্রীর প্রয়াত এইচ এম এরশাদ সম্পর্কে কটুক্তির প্রতিবাদও করা হয়।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় নগরের সাহেবের গোরস্থান সংলগ্ন দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচির শুরু হয়।

শোভাযাত্রা শেষ হয় সদর রোডে এসে। তারপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস বলেন, আমাদের দলের স্রষ্টা পল্লীবন্ধু এরশাদের উপজেলা পদ্ধতির পূর্নাঙ্গ বাস্তবায়ন চাই। এর পাশাপাশি চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং একই সঙ্গে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ ইসলাম বিরোধী বক্তব্যেরও প্রতিবাদ জানাই।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সভাপতি মহসিন উল ইসলাম হাবুলসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএস/জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।