ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ব্যাপক আয়োজনে ‘ছাগলের’ জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, অক্টোবর ২৩, ২০২১
ব্যাপক আয়োজনে ‘ছাগলের’ জন্মদিন উদযাপন

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে কেক কেটে একটি ছাগলের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে শত শত উৎসুক জনতার সামনে ব্যতিক্রমী আয়োজনে শখের বসে পালন করা ছাগলের জন্মদিন পালন করেন পান দোকানদার সাইফুল ইসলাম।

এসময় সাইফুল কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান। এরপর আতশবাজির আনন্দে মেতে ওঠেন সবাই।  

এ বিষয়ে পান দোকানদার সাইফুল বলেন, ‘আমার পোষা ছাগলটির বয়স এক বছর পূর্ণ হলো আজ। তাই নিজের ভালো লাগা থেকে প্রিয় ছাগলটির জন্মদিন উদযাপন করলাম। ’

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।