ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে লাখ টাকার হেরোইনসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, অক্টোবর ২৩, ২০২১
ঈশ্বরদীতে লাখ টাকার হেরোইনসহ আটক ২ আটকরা

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশিতে লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হেরোইনসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে ঈশ্বরদী-কুষ্টিয়ার আঞ্চলিক সড়কের পাকশির বাঘইল শহীদপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক বিক্রেতারা হলেন-পাবনার নাজিরপুর ইউনিয়নের ফরজ আলীর ছেলে বিল্লাহ (৩৫) একই এলাকার ইউনুছ আলীর ছেলে আব্দুল হালিম (৪৫)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবীর বাংলানিউজকে জানান, ঈশ্বরদী শহরে দীর্ঘদিন ধরে একটি চক্র কৌশলে পাইকারি হিসেবে হেরোইন বিক্রি করে আসছে। তাদের কাছ থেকে পাইকারি হিসেবে কিনে নিয়ে যায় সংঘবদ্ধ বিক্রেতারা।  

শুক্রবার (২২ অক্টোবর) রাতে ঈশ্বরদী শহর থেকে পাবনার দিকে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাকশি ফাঁড়ির পুলিশ ইউনিয়নের বাঘইল শহীদপাড়া মোড় থেকে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাসি করে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে।  

আটক বিক্রেতাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করে শনিবার (২৩ অক্টোবর) জব্দকৃত হেরোইনসহ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।