ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

যাত্রীবেশে চালককে হত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, অক্টোবর ২২, ২০২১
যাত্রীবেশে চালককে হত্যার চেষ্টা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ধারালো অস্ত্রের আঘাতে হাসান আলী (৪২) নামে এক ইজিবাইক চালককে হত্যার চেষ্টা করেছে যাত্রীবেশধারী দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসান পার্বতীপুর জেলার বেলাইচণ্ডীর সোনাপুকুর মাঝাপাড়ার আজিমুদ্দিনের (৬৫) ছেলে। তিনি জীবিকার তাগিদে সৈয়দপুরে ইজিবাইক চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারজন দুর্বৃত্ত যাত্রীবেশে হাসানকে হাসপাতালে এলাকায় নিয়ে যায়। পথে ধারালো অস্ত্রের আঘাতে পেছন থেকে তার মাথায় আঘাত করা হয়। এ সময় চালককে ফেলে দুর্বৃত্তরা ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। কিছুদিন আগেই ৬০ হাজার টাকায় ইজিবাইকের জন্য নতুন ব্যাটারি কিনেছিলেন হাসান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হাসনাত বাংলানিউজকে বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।