ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে বি‌জিএমইএ’র শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, অক্টোবর ২২, ২০২১
টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে বি‌জিএমইএ’র শ্রদ্ধা

গোপালগঞ্জ: নবগ‌ঠিত বি‌জিএমইএ প্রে‌সি‌ডেন্ট ফারুক হাসান ব‌লে‌ছেন,  সরকা‌রের সহ‌যো‌গিতায় তৈরি পোশাক শিল্প আবার ঘু‌রে দাঁড়া‌চ্ছে। ইতোমধ্যে তৈরি পোশাকখাত রপ্তানি শুরু ক‌রে‌ছে।

ক‌রোনাকালীন যেসব তৈরি পোশাক শিল্প কারখানা বন্ধ হ‌য়ে গি‌য়েছিল ও রুগ্ন হ‌য়ে পড়েছিল সেসব শিল্প কারখানা পুনরায় চালু করা উদ্যোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (২২ অক্টোবর) দুপু‌রে গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি সৌধ বেদি‌তে পুষ্পস্তবক অর্পণ শে‌ষে তি‌নি এসব কথা ব‌লেন।

বি‌জিএমইএ এর সভাপ‌তি আরও ব‌লেন, খুব শীঘ্র দে‌শের তৈরি পোশাকখাত আবার আগের অবস্থানে ফি‌রে যা‌বে। তখন আমার এ খা‌তে কর্মরত কর্মকর্তা কর্মচারী সু‌যোগ সু‌বিধা বৃদ্ধি করা হ‌বে।

এ সময় সংগঠ‌নের সি‌নিয়র ভাইস প্রে‌সি‌ডেন্ট ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এস এম আব্দুল মান্নান ক‌চি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লী‌গের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ নব গঠিত বি‌জিএমইএয়ের প‌রিচালকবৃন্দ উপস্থিত ছি‌লেন।

এর‌ আগে বি‌জিএমইএ এর প্রে‌সি‌ডেন্ট ফারুক হাসান প‌রিচালকবৃন্দ‌কে নি‌য়ে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি সৌ‌ধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। প‌রে বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের শহীদ সদস্যদের আত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে ফা‌তেহা পাঠ ও বি‌শেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।