ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, ফেব্রুয়ারি ১৭, ২০২১
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট: সিলেটে ট্রাকচাপায় স্বপন কুমার দাস (৩৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ার) সকালে দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার তেমুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, পাথরভর্তি (ঢাকা মেট্রো-ট ১৬-৭৭৩৪) তেমুখী বাইপাস অতিক্রমকালে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়। ঘটনার পর এসএমপির জালালাবাদ থানা পুলিশ ট্রাকচালককে আটক করেছে।

জালালাবাদ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করে বলেন, তেমুখী বাইপাস অতিক্রমকালে ট্রাকচাপায় স্বপন নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে চালককে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।