ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

মুন্সিগঞ্জের পদ্মায় নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, ফেব্রুয়ারি ১১, ২০২১
মুন্সিগঞ্জের পদ্মায় নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার  মৃত উদ্ধার বাপ্পি ও তামিম

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  

মৃত উদ্ধার দুই স্কুলছাত্র হলো- ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. সিরাজের ছেলে আজাদ হোসেন বাপ্পি (১৫) ও একই এলাকার মৃত মো. মিনহাজের ছেলে মো. তামিম (১৪)।

তারা কেরাণীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বাপ্পি ও বিকেল সাড়ে ৪টার দিকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়।  

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ কর্মকর্তা সিরাজুল কবীর বাংলানিউজকে জানান, সকালে কেরাণীগঞ্জ থেকে ২৬ জন শিক্ষার্থী ও অভিভাবকদের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া করে ঘুরতে আসেন। দুপুরের দিকে পদ্মার একটি নতুন চরে সবাই অবস্থান নেন। সেখানে তামিম ও বাপ্পি গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তারা দু’জন বন্ধুর পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিল।

** মুন্সিগঞ্জে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।